STORYMIRROR

Rima Goswami

Tragedy

3  

Rima Goswami

Tragedy

যৌনতার মিছিলে

যৌনতার মিছিলে

1 min
262

কোন বিকাল ভালো লাগেনি এত

আজ নন্দনের চত্বরে তুমি আর আমি ।

তোমার আমার দূরত্ব গুলো রোদ মেখেছে আজ ,

আসে পাশের নেশাগ্রস্ত ছেলেরা খোশগল্পে মত্ত ।

অসংলগ্ন আলাপচারিতায় বিভোর দুজনেই ,

একটা শঙ্খচিল উড়ে যায় আকাশের গায়ে

প্রেম কি আছে জীবনে গো ? না যাবে তাকে দুপায়ে দলে !

বারঙ্গনা জেনেও কি এগিয়ে নেবে আমায় ?

না ছুড়ে ফেলে দেবে এই ধুলো মাখা অস্তিত্ব টাকে ?

জানতে কি চাইবে কোনদিন ?

কি পেয়েছি .. পাইনি ?

কিভাবে দিন কেটেছে আমার রক্তক্ষয়ী দিনগুলি ?

আমার সেই দায়বদ্ধতা , না বলা বিতৃষ্ণা আর

খদ্দেরের অহংকারের মধ্যে পার্থক্য ছিল দুস্তর ।

বুকের মধ্যে কাঙ্খিত বীজ , প্রতিদিন

হেঁটে গেছি ক্লান্ত পায়ে যৌনতার মিছিলে ক্লান্ত পায়ে ।

শেষে তুমি এলে একলা বিকেলের বসন্ত হয়ে

আমিও হয়ে গেলাম তোমার চুক্তিহীন শর্তে ....



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy