যাত্রী
যাত্রী


সিড়ি ভেঙে ভেঙে উপরে ওঠার অভিযানে
পাথেয় অনুভবের আপ্তজন ।
অভিযাত্রীর কৃপণ সঞ্চয় ,
আপ্তবাক্য উপেক্ষা করে ।
প্রথা মেনে ছায়া কায়া
করবেই নাকাল ।
হাতুড়ে বীক্ষণ প্রয়োগ ,
কখনো বা যথাযথ ।
দখিনা বাতাসে মহুয়ার গন্ধ ; ভুকম্পন !
ছিন্নমস্তা হয়ে রুখে দেওয়া তছনছ ।
শ্রাবণ আর নোনা জল পেরিয়ে
ঢেউ নিয়ে আহ্লাদ ।
আঘাত করা ও আহত হওয়ার
মনোভূমি দ্বন্দ যুদ্ধের ক্ষত বয়ে ক্লান্ত ।
জননীর স্নেহে লালিত , "বিনিয়োগ"
গচ্ছিত রেখে ঠাঁই নাড়া হওয়া অনিবার্য ।