STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

যাজ্ঞসেনী

যাজ্ঞসেনী

1 min
190

যজ্ঞসম্ভূতা তুমি যে ওগো যাজ্ঞসেনী

পঞ্চপান্ডবের পত্নী তুমি অভিমানীনি

পাঞ্চাল রাজকন্যা তুমি ওগো পাঞ্চালি

আদর যত্নে পালিতা তুমি যে রাজ দুলালী

দ্রৌপদী নামে পরিচিতা তুমি মহাভারতে

তোমার সতীত্বের তুলনা নাই এই জগতে

হয়তো তুমি অ ন্যতমা অর্জুনের প্রিযতমা

সতীত্বের বিরল দৃষ্টান্ত যে তুমি অনুপমা

কিভাবে বিতালে গো জীবন পঞ্চ স্বামী সনে

তোমার মনের বেদনা কে বুঝিবে আনজানে

বস্ত্রহরণ এ ছিল যে সবাই নিরব দ্রষ্টা

তবে ডাকে সাড়া দেন শ্রীকৃষ্ণ জগৎ স্রষ্টা

শ্রীকৃষ্ণের মত সখা ছিলেন তোমার পাশে

তাই দুঃখ বৈতরণী করেছ পার অনায়াসে

মহীয়সী তুমি করেছ যে তার ঋণ শোধ

বেঁধেছ তার ক্ষত অপূর্ব সে মমত্ব বোধ

কিভাবে বর্ণিব সুন্দরী ওগো তোমার গাথা

তোমার জীবনী বলে ভারত গৌরব এর কথা ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract