STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Drama Fantasy

3  

Ratnadeep Pramanik

Abstract Drama Fantasy

যাচ্ছেতাই

যাচ্ছেতাই

1 min
191

দূরে তাকাই,

একটা সমুদ্র ছুটে আসে –

ভয় করে!

সভ্যতা হারিয়ে যায়;

ধুঁয়োর মেঘ লুটিয়ে পড়ে!

তাসের ঘরের মতো,

ভেঙে যায় সাজানো শহর;

পুরোনো ঘড়ির কাঁটা ঝোলে,

চারিদিকে অথৈ সাগর|


দূরে তাকাই,

টিমটিম করে তারার মতো –

আলোর সারি সর্বক্ষণ;

অন্ধকার হয় না আর,

নিশাচর এই মানব জীবন!

সর্বত্র ভরে যায় ক্যাকোফোনিতে –

নৃশংস নোংরামি|

ভেসে আসে অসভ্য সভ্যতার,

অসহ্য অসভ্যতামি!


এদিকে,

নিরালা নির্জন ঘরে বসে –

চারিদিকের অসহিষ্ণুতা দেখে,

কোনো এক বেনামি কবি,

যাচ্ছেতাই কিসব লেখে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract