উত্তরণ
উত্তরণ
গড়িয়ে যাচ্ছে উত্তরণের দিনলিপি সুখের সাগরে,
প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর এখন নেই,
শুনেছি প্রকাণ্ড উল্কাঝড়ে বিলুপ্ত প্রাচীনতা!
খুঁজে ফিরি তাই জীবাশ্মের স্মৃতি ছাপ,
প্রাচীন সভ্যতার আঁধারকে বিদায় দিয়েছি বহুদিন।
সভ্যতার বিকাশে পৃথিবীর বহুলাংশ আপন করতলগত,
শ্রেষ্ঠতম জীবের শিরোনামে অধিষ্ঠিত মানুষ!
তেজস্বীতায় বলীয়ান নীলগ্রহের চতুর চালিকাশক্তি,
অঙ্গুলী হেলনে বদলে দিতে পারি পৃথিবীর চরিত্র!
ধরণীর সবুজ সংস্করণ হলুদ হলেই বা ক্ষতি কী!
সুবুজ জংলার আবর্জনাকে মুক্ত করতে বদ্ধপরিকর,
ইট কাঠ পাথরের সভ্যতায় উন্নয়ন দেখাতে হবে,
ধূসর জীবনের উত্তরণই প্রকৃত বিকাশ,
নিঃশব্দে নিঃশেষ করার জন্যে চলছে প্রতিযোগিতা,
উত্তরদায়ীর দায়বদ্ধতা আজও বড্ড আপেক্ষিক।
ভবিষ্যৎ ইতিহাসের পাতায় শুধুই শূন্যতার ভাণ্ডার,
মানব সভ্যতার উত্তরণে আছে আণবিক প্রাপ্তিযোগ,
অদূরের জলশূন্যকর মৃত ধরণীর দায় কে নেবে?
একটা বিষাদবৃক্ষ দাঁড়িয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে,
মৃত্যুপুরীতে শূন্যতার হাহাকার সম্মুখে আসছে ধেয়ে...।