STORYMIRROR

Subrata Nandi

Romance

3  

Subrata Nandi

Romance

উষ্ণতার ছোঁয়া

উষ্ণতার ছোঁয়া

1 min
802

আঁধার রাতে চেতন মনে আবার নবস্বপ্ন দেখায়,

আমার পাড় ভাঙা মনে তোমার উত্তাল ঢেউতোলা নাও বাসর জাগায়!

ধমনীতে আজও বইছে নিরন্তর উষ্ণ প্রস্রবণের ধারা!

আমি স্বপ্নালু দৃষ্টিতে দেখি তোমার ছবি মনের দর্পণে,

ভালোবাসার মুক্তাঙ্গনে খুঁজি স্বপ্নিল রামধনুর রাজপথ,

শস্য শ্যামল বাগিচায় সুমিষ্ট স্বপনের উষ্ণতা পেতে চাই,

বসন্তের কোকিলও গাইছে কুহুতান মনের বাসন্তী অনুরাগে,

আমার পিপাসিত মন স্বপনে জলজ হয় জৈব চেতনায়,

নীরবতা ভেঙে ডাঙার তপ্ত বালুকাবেলা হাতছানি দেয়,

অবুঝ মন উষ্ণতা খোঁজে তোমার আদর ভালোবাসায়,

স্পন্দনশীল দেহকোষে জাগে সুরেলা অনুরণন!

আমার বিলাসী মন বারে বারে শুধু স্বপনে ফিরে যেতে চায়,

তোমার স্নিগ্ধ স্বপনের প্রেমালিঙ্গণের ঘনিষ্ঠতায়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance