STORYMIRROR

Sharmistha Mukherjee

Romance Others

3  

Sharmistha Mukherjee

Romance Others

উষ্ণ আলিঙ্গন 💞

উষ্ণ আলিঙ্গন 💞

1 min
239


তোমার বাহু বন্ধনের উষ্ণ আলিঙ্গনে

ক্লিষ্ট দেহে প্রাণের সঞ্চার , 

তোমার আলিঙ্গনে রোমাঞ্চিত লোমকূপ

শিরায় উপশিরায় রক্ত প্রবাহে

বইছে প্রেমের স্রোত । 

আমার হৃদয়ে জেগে ওঠে

সুপ্ত লাভার অগ্নিবর্ষণ , 

তাইতো তোমার স্পর্শ , তোমার আলিঙ্গন

এ মন চায় আজীবন । 


তোমার উষ্ণ আলিঙ্গনে 

শীতল শরীরে উষ্ণতার ছোঁয়া , 

যেন প্রবল শীতের প্রকোপে

দেহের উপর লেপের আস্তরণ দেয়া । 

তোমার আলিঙ্গনে জুড়ায় তপ্ত শরীর

যেন তপ্ত রৌদ্রের ক্লান্তিতে 

তীব্র বৃষ্টিধারা , 

শরীর - মন ভিজিয়ে দিয়ে

মন উচাটন , স্বস্তি বাঁধনহারা । 


শব্দহীন প্রেমালাপে

শুধুই চোখের সাথে চোখের কথা , 

চোখের ভাষাতেই বুঝে যাওয়া

অব্যক্ত সকল ব্যাথা । 


তোমার উষ্ণ আলিঙ্গনে

আমি পাগলপারা , 

তোমার বুকের মাঝেই খুঁজে পাই

আমার সুখের প্রাসাদ , 

তুমি বিনা আমি শুধুই দিশেহারা । 


কোনো কিছুর প্রতি নেই কোনো মোহ

শুধু তোমারই পিছুটান , 

আশায় বুক বাঁধি , তোমার উষ্ণ আলিঙ্গন

তোমার ভালোবাসা চাই সারাজীবন । 

বাঁচতে চাই আমি

শুধু তোমারই জন্য আমার

এই শরীর এবং মন । 


তোমার জন্যই বাঁচি আমি

তুমিই শুধু পিছুটান , 

তোমার জন্য আমার নিঃস্বার্থ ভালোবাসা

তোমার ভালোবাসার প্রতিদান । 



Rate this content
Log in

Similar bengali poem from Romance