উপেক্ষিত
উপেক্ষিত


বাস্তবের শ্রেডারে, কুচি কুচি হয়ে যাওয়া ইচ্ছে গুলো,
জুড়ে নিয়ে, আজ লিখতে বসেছি নতুন স্বপ্নের দরখাস্ত।
তবে স্বপ্নগুলো কাটা পড়েছে কবেই।
ইস্কুলের সেই চুন রঙে ছোপানো দেওয়াল,
আর ভাঙা বেঞ্চের উপর,
আঁচড় কেটে যাওয়া খন্ড ইচ্ছেগুলো,
কাটা পড়ে গেছে,কঠিন বাস্তবের চাকার তলায়।
বদলে এসেছে,সংসার খেলার প্রস্থেটিক দাবি।
যেখানে,ইচ্ছেগুলো নিজের হয়েও, ঠিক যেন নিজের নয়।
তবুও কলের চাকায় আটকে থাকা,
যান্ত্রিক বিবরের মতো,নিজেই নিজেকে ছাপিয়ে যাওয়ার
খ্যাপাটে ইচ্ছেটাই প্রকট।
দৌড়াচ্ছে সময়, দৌড়াচ্ছি আমিও।
আর সমান্তরাল পৃথিবীর, উল্টো পথে চলা,
উপেক্ষিত সম্ভাবনা, দাঁড়িয়ে একলা।
জমাট বাঁধা হতাশায় নিস্পলক, হতবাক।