উল্লাস
উল্লাস
তোমাকে হয়তো কখনো
কোনো কষ্ট আঁকড়ে ধরেনি,
তাই আমার ভেতরে বেজে যাওয়া ব্যথা
তুমি অনুভব করতে পারো না।
অন্যের ব্যথা বুঝতে যেমন
একটি হৃদয় থাকা দরকার
তেমনটি তোমার নেই।
কখনো ফিরে এসোও না
চাইনা মিথ্যের সাথে সহবাস করতে,
যখন আর থাকবনা পৃথিবীতে
আর কোনো আক্ষেপও থাকবে না।
আপন পর বলে কোনো কথা নয়
সবাই ঠকাতে ভালোবাসে,
এটা যেনো খুব খুশি এনে দেয়
যেনো একটা উল্লাস করার মতো ব্যাপার
নেতারা ভোটে জেতার পর যেমনটা করে।
