উহান(8)
উহান(8)
আমি যে করোনার জন্মদাতা
আমিই তো বিশ্ব ত্রাসের কারণ।
সেই অন্ধগর্ভ আমার
যা এতকাল ছিল দুর্ভেদ্য সকলের কাছে,
আজ সেই অন্ধকার ফুঁড়ে করোনার জন্ম
তার হিংস্র রাক্ষসী মূর্তি নিয়ে।
সে যে বড়োই অবাধ্য
শোনে না কারও বাধা,
দীর্ঘদিনের জমে থাকা সীমাহীন ক্ষোভ
কোনো এক অজানা অচেনা কারণে
উগরে দিতে চায় সমগ্র বিশ্বের কাছে।
যেন সে বিশ্বকে এক শিক্ষা দিতে চায়
অথবা বিশ্বকে শূন্য করে দিয়ে
নতুন করে গড়তে চায়।
আজ গোটা বিশ্বে তার বিষাক্ত ছোবল
দুনিয়া জুড়ে কম্পন সৃষ্টি করেছে,
যা বড়ো বড়ো পর্বতকে টলিয়ে দেয়,
সমুদ্রের বুকে সুনামি নিয়ে আসে,
প্রাণের ভেতর সঞ্চার করেছে আতঙ্ক,
বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে,
পৃথিবীকে করেছে নিরুত্তর।
লক্ষ লক্ষ প্রাণ গ্রাস করেছে করোনা
কিছু কিছু নিয়েছে কেড়ে
আমার বুকের থ
েকে
দেখো, আমি আজ রক্তাক্ত
আমি আজ নিরুপায়।
কত আপনজন হারিয়েছে আমার
কত চোখের জল ঝরেছে
এই পূণ্য ভূমিতে
সবই তো আমারই কারণে।
প্রাণ চাইনি আমি, মৃত্যুও নই
হয়তো চেয়েছিলাম অন্য কিছু আরও বেশি কিছু,
পেয়েছি সবই তা, যতটা চেয়েছিলাম
হয়তো আরও বেশি কিছু পেয়েছি।
আজ শত চাওয়া-পাওয়ার মাঝে
চাই না মিথ্যে অহংকার
চাই না তো শ্রেষ্ঠ ক্ষমতার অধিকার।
আমি লজ্জিত আমার দেশবাসীর কাছে
আমি ক্ষমা প্রার্থনা করি বিশ্বের কাছে,
আমি আজ ঘৃণ্য সাধারণ মানুষের কাছে,
আমি অনুতপ্ত আমার নিজের কাছে।
আমি শাস্তি চাই
আমার মিথ্যে অহংকারের জন্য।
করোনা আমাকে শিক্ষা দিয়েছে যে
যদি চাই শ্রেষ্ঠত্বের মান,
মৃত্যু নই, বিনাশ নই
বাঁচাতে হবে লক্ষ লক্ষ প্রাণ।।