Pranati Ghosh

Abstract Tragedy

1  

Pranati Ghosh

Abstract Tragedy

উৎসব উদযাপন

উৎসব উদযাপন

1 min
283



মনের রঙে মাধুরী মিশিয়ে অভিমানটুকু আজ,

না হয় ভাসিয়ে দিলাম! হাজার বছরের জলপ্লাবনে।

ক্ষণিক জীবনের মোহ আর দোটানার দোলাচলে,

না হয় একটু রঙীন হলাম! রঙময় উৎসব উদযাপনে।


জীবনের যে অধ্যায় চলে গেছে তার আপন পথে!

সুখ খুঁজতে খুঁজতে কোন্ সে দূর, না পারানির দেশে।

আজ না হয় চুপকথাদের ঠোঁটে বসাই কতশত শব্দ!

লাগামহীন নেশায় ওরা না হয় ছুটুক দ্বিধাহীন অক্লেশে!


খেয়াঘাটে আজ নোঙর করি জলস্রোতের খুব কাছে,

শ্যাওলা পাথরে জমানো যত দুঃখ মুছে দি এক লহমায়।

কোনো এক মোহনার বদ্বীপ সম্মুখে দুদন্ড চেয়ে থাকি,

বাতাস তার কথা বলে যাক ভালোবাসার জলময়তায়।


চলো,তামস মুছে ফেলি,একটা সংশয়হীন জীবন আঁকি,

আর,হৃদপিন্ডের নিলয় অনিঃশেষ আলো দিয়ে সাজাই।

দীর্ঘ অতলান্তিক অবসাদ নিমজ্জিত হোক ধূ ধূ শূন্যতায়,

কুড়িয়ে রাখি বেলা অবেলার গল্প,অবশেষটুকুতে যা পাই।


Rate this content
Log in