তুমি
তুমি


এদিক ওদিক মনটা দিয়ে
চাইছ ভুলে যাবার
খাতার কোনে ডায়েরির ফাঁকে
উঠছি আমি আবার
উঠছ ভোরে রাত্রি ভয়ে
রাত্রি না আসুক
চাইছ যদিও ভোর সকালে
তোমায় ভালোবাসুক
গুঁজছ কানে সাদা তুলো
শব্দ না আসে
ফিরে তাকাও লোকটার দিকে
আশ্চর্য!! আমার মতই কাশে
রোগ ধরেছে তোমায় রোগী
বন্দী তোমার খাঁচা
ধার করা চাবিতে খুলবে সে
এতটা নয় সোজা
তবুও পৃথিবীর কাছে তোমার একদিনের সুস্থতা চাইব।।