তুমি
তুমি


তুমি না থাকলে ভুলেই যেতাম,
আমারও একটা দাম আছে।
তুমি না থাকলে ভুলেই যেতাম,
আমারও গোপন নাম আছে।
তুমি আছো তাই,আমার জীবনে
বিনা বসন্তে রঙ লাগে।
তুমি আছো তাই, ঘরে ফিরে যাই
বৃষ্টি নামার আগে আগে।
তুমি না থাকলে 'তুমি' ডাকটা
এত আপন কি করে হতো।
তুমি আছো তাই,মনে কিছু নাই
ভুলিয়ে দেওয়ার মতো।