তুমি যেন পাখির পালক
তুমি যেন পাখির পালক
আমারই স্বভাবে তোমারই ছোঁয়া,
কোণে কোণে শুধু তুমি থেকে যাও।
আলোরই সওয়ারি করালে যখন,
আছি একা আমি হাত ধরে নাও।
খোলা মাঠ ছুটে যাই
কোনো অজানাকে ছুঁতে চাই।
কালো মেঘ ধরা দিক,
আমি বৃষ্টিতে ভিজতে চাই।
বারেবার ভাবি আমি ভাবি আমি
তুমি যেন পাখির পালক।
যেন হাওয়ায় ভাসাবে মন
পড়বে না চোখের পলক।
বারেবার দেখি আমি দেখি আমি
তোমার ওই চোখ দুটো কে,
নিরাশাতে দেবে তুমি
একরাশ ভরসা আমাকে|
রূপকথাতে কেন নিয়ে যাও আমায়?
পথ শেষে আমি যেন পাই খুঁজে তোমায়|
হারাতে চাইছি যে হাতে হাত রেখে,
বাধা কিসের পিছু ডাকে?
খোলা মাঠ ছুটে যাই
কোনো অজানাকে ছুঁতে চাই।
কালো মেঘ ধরা দিক,
আমি বৃষ্টিতে ভিজতে চাই।
বারেবার ভাবি আমি ভাবি আমি
তুমি যেন পাখির পালক।
যেন হাওয়ায় ভাসাবে মন
পড়বে না চোখের পলক।
বারেবার দেখি আমি দেখি আমি
তোমার ওই চোখ দুটো কে,
নিরাশাতে দেবে তুমি
একরাশ ভরসা আমাকে|