তুমি জাগাও আমার এ প্রাণ
তুমি জাগাও আমার এ প্রাণ
তুমি জাগাও আমার এ প্রাণ
তোমার নিত্য গানের শুরে
আমি শুনবো সে গান দিবস রজনী
তোমায় স্মরণ করে
সত্তা আমার উঠবে জেগে
চিত্ত আমার উঠবে নেচে
মন ঝর্ণা পড়বে ঝরে
অনুভূতি অভিরুচি সব
যাবে তলিয়ে অতল সাগরে
আমি ঝিনুক হয়ে রাখবো ধরে
তোমার মুক্ত-মাধুরী গোপনে অন্তরে
তুমি সদা গেয়ে যাও অনুরাগের শুরে
সৃষ্টি-বীণায় ছন্দ তুলে
মহাবিশ্বে মহাসৃষ্টির প্রতি কোণে
নব জীবনের উন্মাদনা নিয়ে
আমি বিশ্বরূপের আলোয় মজে
যাবো ভেসে অনিমার স্রোতে
নেই কোনও ভয় হারাবার কিছু
নেই প্রত্যাশা পাওয়ার কিছু
আছে ভাবনা মেঘ ভাসা অন্তরে শুধু
পড়বে ঝরে তোমার অঙ্গনে কভু
