তুমি বোঝ'না
তুমি বোঝ'না


সে তোমাকে ভালোবাসে,
শ্বাস যতদিন বাসবে ভালো,
তুমি চাও না চাও ।।
আজ জীবনের তৃতীয় ঘাটে,
দেখল তোকে পথের বাঁকে,
শুধিয়েছিল তোকে ডেকে,
'হারালে কেন আমার থেকে' ?
কিছু তো তুই, বল ।।
হৃদয় মাঝে গির্জা ঘরে,
বুকের রক্তে প্রতিমা গড়ে,
রেখেছে তোমায় দেবী করে,
প্রেমের মন্ত্রে নিত্য পূজা ,
বুঝিস না তুই, বল ??
তোমার যেমন বাঁধন আছে,
সেও তেমনি বদ্ধ আছে,
দুজনে দুই খাঁচার থেকে,
ঝাপটে ডানা থেকে থেকে,
স্বপন দেখবি, চল ।।