ছিল-আছে-থাকবে
ছিল-আছে-থাকবে
ছোটবেলায়, বয়স তখন নয়,
নাকের তলা পরিষ্কার,
অথচ, রোমাঞ্চিত শরীর ।
কত স্বপ্ন :
মেঘবালিকার পাশবালিশ;
চতুর্দশীর চাঁদে কমলার স্বাদ ;
সফেদ কাঞ্চন ও জঙ্ঘা ;
লবণ হ্রদে সন্তরণ, সুখ - জ্বালা,
অমানিশার blackhole শান্তি ;
আরও আছে!! শুনবে ?
বলবে না তো, শিং ভেঙে বাছুর !!!!
যা খুশি বল ,
সবে তো শুরু, আর একটু বলি ;
লবঙ্গলতা'রা কানে দিও ঠুলি।
মার্চ শুরুতে, জুলাই শেষে,
অক্টোবরের মাথায় আর
জানুয়ারির পূর্ণিমায়
ওম্ চাওয়াটা ফিরে ফিরে আসে।
কৈশোরস্বপ্ন অতৃপ্ত আত্মা ;
হারিয়ে যায় তবু যেতে চায় না।
পরিণত রাতের নির্ঘুম চোখে
কাঁপন ধরিয়ে বলে যায়,
আমি ছিলাম, আমি আছি, আমি থাকব।

