STORYMIRROR

Santanu Indra

Fantasy Inspirational Others

3  

Santanu Indra

Fantasy Inspirational Others

বাংলাভাষা

বাংলাভাষা

1 min
158

বাংলাভাষা দাবদাহের পর 

কালবৈশাখীর শীতলতা , 

বাংলাভাষা জষ্টিমাসের ধরা বেলায় 

হিমসাগরের রস । 

বাংলাভাষা আষাঢ় মাসের প্রথমদিনে

গুরু গুরু ধ্বনি , 

বাংলাভাষী শ্রাবণেতে খিচুড়ি-ইলিশ 

বলুন তো কে খান নি ! 

বাংলাদেশে ভাদর মাসে 

কার ঘামাচি হয়নি !!  

বাংলাভাষায় আশিন-মাসে আগমনীর ধ্বনি, 

বাংলাভাষায় কার্তিক-পোষে তুষ-তুষুলির গান শুনি ।

বাংলাদেশে মাঘে-পোষে রসবড়া 

আর পুলি-পিঠে, 

বিদেশবাসী খোকা-খুকু তার গন্ধ 

পাচ্ছ মিঠে মিঠে ?

বাংলাভাষা চোত-ফাগুনে জ্বালিয়ে 

আগুন যৌবনের , 

আগমনী গাইতে থাকে নববর্ষের 

নতুন দিনের ।। 


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy