কী অবস্থা !!
কী অবস্থা !!
তখন আমার একুশ বছর বোধহয়
তবু কোনো অষ্টাদশী না চায়!!!!!
মনে হল বাঁচা গেল - বেশ তো -
একা যাব হেথাহোথা, কখনো বা ঘরে
রব গানের জগতে, বইয়ের মেলায়।
Alas! ছিল না কো মনে পঞ্চশরের
শরজরজর মহেশ্বরের গাথা,
যাঁর রোষাগ্নিতে দগ্ধ হয়ে, ছড়িয়েছিল
বিশ্ব জুড়ে, পুষ্পধনুর রেণু ।
মহেশ্বরের historical blunder
আমার মাথায় নামিয়ে দিল
সংসারের এই thunder।
হাসছো মনে, ভাবছো বুঝি
বুড্ঢা অব ভাগেগা।
পোড়ার ভাগ্য, সূর্য সাক্ষ্য,
কমলি নহী ছোড়েগা।
পরের জন্মে ইচ্ছা রইল হব না
মানুষ আর, হে ভগবান করে দিও
মোরে পক্ষী একটিবার।
শুধু মনে রেখো অন্য পাখি নয়
পাহাড়ী ঈগল চাই, যাতে আর কেউ মোরে
খপ করে ধরে না পারে সারিতে আহার।