STORYMIRROR

Santanu Indra

Fantasy

3.1  

Santanu Indra

Fantasy

বাপ্ রে

বাপ্ রে

1 min
35


শীতের কালে সাতসকালে 

কাদের বাড়ির চিলের তলে 

একটি মেয়ে রোদ্দুরে দেয় 

টুকটুক লাল শাড়ী । 


চেয়ে চেয়ে প্রেমে পড়ে যাই 

মনে করি ছুট্টে যে যাই 

শুধিয়ে আসি ওটা আছে 

কোন রাজারই বাড়ী । 


সাহস করে একদিন তাই 

দিলাম হানা ঠিক সে সময় 

সাধের স্কুটি চড়ি । 

দেখনু চেয়ে রোজের মত 

মেলছে কন্যে শাড়ী । 


বুক ফুলিয়ে হাত দুলিয়ে 

দ্বারবানেরে শুধাই গিয়ে 

"বলুন, এটা কোন সে রাজার বাড়ী?" 


জবাব শুনে, নইকো নেড়া, 

তবু মাথায় পড়ে বেল, 

রাজবাড়িতো নয়কো সেটা 

"আলিপুরের জেল ।"


Rate this content
Log in