বাপ্ রে
বাপ্ রে

1 min

35
শীতের কালে সাতসকালে
কাদের বাড়ির চিলের তলে
একটি মেয়ে রোদ্দুরে দেয়
টুকটুক লাল শাড়ী ।
চেয়ে চেয়ে প্রেমে পড়ে যাই
মনে করি ছুট্টে যে যাই
শুধিয়ে আসি ওটা আছে
কোন রাজারই বাড়ী ।
সাহস করে একদিন তাই
দিলাম হানা ঠিক সে সময়
সাধের স্কুটি চড়ি ।
দেখনু চেয়ে রোজের মত
মেলছে কন্যে শাড়ী ।
বুক ফুলিয়ে হাত দুলিয়ে
দ্বারবানেরে শুধাই গিয়ে
"বলুন, এটা কোন সে রাজার বাড়ী?"
জবাব শুনে, নইকো নেড়া,
তবু মাথায় পড়ে বেল,
রাজবাড়িতো নয়কো সেটা
"আলিপুরের জেল ।"