পরিত্যক্ত
পরিত্যক্ত
1 min
120
ওই, চলে যাচ্ছিস!
কি নিয়ে থাকব?
তোর লালচে চুলের গভীরে
হারিয়ে যাওয়ার ডাক;
তোর ভুরুর ভাঁজের উত্তুঙ্গতা;
তোর চোখের তারার সম্মোহন;
তোর শ্বাসের গোপন ওম্;
তোর আধখোলা কমলা-কোয়ায়
কালবোশেখী উল্লাসি-নিঠুর হাসি ।
শূণ্য, নিঃস্ব, পরাজিত, হতোদ্যম !
কি নিয়ে থাকব বলে তো যা !
নতুন ঘরটায় রং করেছি, বুলু ;
না-কপাট দোর, বাইরে আকাশ বুলু ;
মেঝেতে টালি, রং বুলু ;
রাত-আলোটা বুলু ;
বাসর-শয্যার চাদর, ওয়ার বুলু ।
শূণ্য বাসা'টায় আজও রোশনি ,
তোমার মন্দির, দেবী তুমি ।
মূক, বোকা পূজারী ।
প্রেমের ফুলের মালায় অঞ্জলী,
ভালবাসার নৈবেদ্যে তোমার অর্চনা।।