তুমি আমার খুব পরিচিত
তুমি আমার খুব পরিচিত
তুমি আমার খুব পরিচিত ।
দিন ক্ষণ সময় দেখার রোজকার পাঁজির মতো
পাট ভাঙ্গা গন্ধ উজার করা সাঁজো শাড়ির মতো।
কসম তোলা দু’হাত খোলা নতুন বর্ষার পানির মতো
আমার শরীরে আমার প্রাণে পরিস্বঙ্গের সঙ্গীর মতো
অনন্যব্রত উদ্ভিন্ন শিহরণ।
তুমি আমার খুব পরিচিত ।
ছাপা মেঘের মতো আকাশে শিশিরের মতো দুর্বা ঘাসে
ঈশ্বরের মতো মন্দিরে সুরের মতো মঞ্জিরে সুখদ রাসে।
কাঁপন লাগা হৃদয় হাড়ে নিঃসঙ্গ অন্ধকারে মুখ ভারি দৃষ্টি
দীর্ঘ দীঘির মৌন পারে দগ্ধ দিনে সূর্য ডোবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
অনন্যব্রত উদ্ভিন্ন শিহরণ।
তুমি আমার খুব পরিচিত ।
ফুলদানিতে এক গুচ্ছ টাটকা ফুল একলা ঘরে অভিমানে
বুকের স্বর তোলা অবিরল দোলা নিপাট ঠোঁটের ঘ্রাণে।
চুনরি মেঘের বজ্র পাতে দ্রুত ছুটে আসা বাহুর ডোরে
নগ্ন বিধুর লগ্ন মুখর রাতে জানুর জাজিম কাক ভোরে
অনন্যব্রত উদ্ভিন্ন শিহরণ ।