তুমি আছো তাই
তুমি আছো তাই
তুমি আছো তাই,
আমার জীবন আলোময় হয়ে ওঠে
তুমি আছো তাই,
আমার মুখে মৃদু হাসি গো ফোটে
তুমি আছো তাই,
মন ময়না মোর গুনগুন করে
তুমি আছো তাই,
মন মোর রঙিন সপনে ভরে
তুমি আছো তাই ,
জীবনে নদী যে কলকল নাদে বয়
তুমি আছো তাই,
চোখ দুটি মোর কতনা কথা কয়
তুমি আছো তাই,
ইচ্ছেগুলো যে পাখনা মেলে দেয়
তুমি আছো তাই ,
প্রাণ স্পন্দন মোর চল চঞ্চল হয়
তুমি আছো তাই,
আমার জীবনে ফাগুনের ছোঁয়া লাগে
তুমি আছো তাই,
আমার মনে ওগো ইন্দ্রধনু রঙ জাগে ।।

