STORYMIRROR

Amit Ghosal

Abstract Romance Tragedy

3  

Amit Ghosal

Abstract Romance Tragedy

তুমি আছো আমি আছি. . .

তুমি আছো আমি আছি. . .

1 min
208


  .

থাকি আমি বিদেশ বিভূঁই শতেক যোজন দূরে,

পড়ে আমায় মনে কিগো শিউলী ঝরার ভোরে ?

সকাল বেলা হাজার তাড়া সময় কোথায় পাই!

হোয়াটস্যাপের ভিডিও কলে তোমার দেখা নাই ৷


দিন দুপুরে কাজের ফাঁকে ইতি উতি চাই,

সত্যি মেনো, স্বপণ যেন— দেখতে তোমায় পাই !

জানি আমি মানবেনা কেউ আমার কথা গুলো,

বলবে সবাই মাথাটা কি এক্কেবারেই গেল !


বলে বলুক, আমার তাতে কুছ্ পরোয়া নাই ,

জীবন মরণ তোমার মতন বন্ধু কোথায় পাই !

সাঁঝ বিকেলে কাজের শেষে যখন ঘরে ফিরে;

<

p>কান্না হাসি হল্লা হাটি মনের খামে ভরে৷


কখন সেসব বলি তোমায় বিশদ বিবরণে,

ঘন্টা কয়েক বড্ড যে কম, মন ভরেনা ফোনে ৷

লোকে বলে মুচকি হেসে পাগল কারে কয়!

মরা বউ এর সংগে যে রোজ ফোনে কথা হয় !!


বলুক ওরা; ওদের কথায় কান দিইনা মোটে,

তুই মরলে কেমন করে সকালে ফুল ফোটে !!

কেমন করে মেঘের দেশে বৃষ্টি জমা হয়!

ক্যামনেই বা গানের কথা সুর কে খুঁজে পায় !!


বোকা এরা, এদের কথায় হেসে আমি বাঁচি ৷

আকাশ থেকে চেয়ে দ্যাখো — তুমি আছো, আমি আছি ৷৷



Rate this content
Log in

Similar bengali poem from Abstract