তুই
তুই


ছোট্ট বেলায়,মন তখনও নেহাত অবুঝ,
তবু সেই পাশাপাশি বসা!
হাতে হাত রাখা, আর
চোখে চোখে চেয়ে দুস্টুমি মাখা!!
সেই শুরু.... যা আজও আছে অমলিন।
তোর আমার ঠিকানা হয়তো দূর,
মনেতে এখনো স্মৃতির সমুদ্দুর!
আর টানেতে দুটো হৃদয় যে ভরপুর!!
একসাথে টিফিনের ভাগ,আর
গল্প গানে জমজমাট ছিল দিন,
পড়াশোনাটা ও ছিল একসাথেই
মনে পড়ে সেই দিন?
আছি এখনো বেঁধে বেঁধে তাই
হোক না তা মনে মনে,
তুই কে আমার,কি বা দরকার!
ডেকে বলবার জনে জনে!!!