ট্রিলজি
ট্রিলজি
সারল্য
মুখে প্রসাধন মাখি
সব ব্র্যান্ডেড,
সব শেষে রোদ্দুর মেখে সেলফি
মেঘ ঢাকা সানগ্লাস চোখে
ছবি পোস্ট করি হাসি মুখে
এক্সপ্রেশনে কিছুতেই শিশুর হাসি আসে না।
মন
ঋতুরা আসে
পরিযায়ী পাখীর মতো,
ঘোরে ফেরে বনভোজন করে
মন ঘরের দেয়ালে,
তোমা
র ছবির ওপর ধুলো মুছে
ফিরে যায় একে একে,
নির্ঘুম চোখে শূন্য প্রেক্ষাগৃহে
আমি সাদাকালো ছায়াছবি দেখ
সম্পর্ক
শুক্রাণুদের কণ্ঠে সন্ধ্যার গল্প
মেঝেতে পড়ে থাকা সম্পর্কের অন্তর্বাসে
নিভু নিভু শীৎকার,
জয়েন্ট ফ্যামিলির অনেক ঝক্কি
সবুজ বাতির ফ্ল্যাটে
আলো ঠিকরে আসে মুখে
ভাল থাকার পাসওয়ার্ড
আঙ্গুলের ঠোঁটে।