ট্রেনের কামরায়
ট্রেনের কামরায়


বুদ্ধরা সব ধ্যানে
আঙ্গুলের তুলির টানে
মেঘ জড়ো করে
চোখের কোনে আষাঢ় সরে ,
হাসে-
কাশে-
আঙ্গুল নড়ে ;
এখন ট্রেনের কামরায় খবরের কাগজ বের করলে
ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ে না,
কেউ মাঝের পাতাটা,
শেষের পাতাটা
সলাজে চায় না।
বুদ্ধরা সব ধ্যানে
আঙ্গুলের তুলির টানে
মেঘ জড়ো করে
চোখের কোনে আষাঢ় সরে ,
হাসে-
কাশে-
আঙ্গুল নড়ে ;
এখন ট্রেনের কামরায় খবরের কাগজ বের করলে
ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ে না,
কেউ মাঝের পাতাটা,
শেষের পাতাটা
সলাজে চায় না।