ট্রেনের কামরা
ট্রেনের কামরা
পাটিগণিতের হিসাব কষতে কষতে,
হঠাৎ করে কুড়িয়ে পাওয়া ধুলোবালি,
আর তোর ফেলে যাওয়া ওড়নাটাতে,
তোর গায়ের গন্ধ,
আরেকটা অচল শিকির আর্তনাদ,
বুঝিয়ে দিয়ে গেল ভুলটা কোথায় ছিল।
প্রেমটাকে এক্স ধরে নিয়ে,
সমীকরণ মেলানোর চেষ্টা আজ অসফল।
কথাগুলো সরাসরি বললেই হত ভালো,
যদি পাই সময় যন্ত্র হাতে, তবে তোকে খুলে বলবো সব।
যদি তাও তোর মনে হয় দোষটা আমারই ছিলো,
মাথা পেতে মেনে নেব তোর দেওয়া সব সাজা।
আমার খাঁচায় বন্দী হলুদ পাখি,
আজ সকাল থেকে ডেকে চলেছে অনর্গল।
পরাধীনতার পঙ্কে বন্দি আমার অবচেতন মন।
আজ বুঝি সরল সমীকরণ-এর গুরুত্বটা।
সহজ কথা সহজ ভাবে সরাসরি বলাই ভালো।
রাগ হয়তো হতে পারে, কিন্তু ভুল বোঝার ভাইরাস,
কখনো সম্পর্ককে গ্রাস করবে না।
যদি মন করে আর একটা সুযোগ দিতে,
আমি থাকবো বসে আমাদের প্রিয় ড্রইংরুমে।
শুধু একবার বলিস চোখের ইশারায়,
কথা দিচ্ছি ভুল হবে না আর ওই ট্রেনের কামরায়।

