STORYMIRROR

Paula Bhowmik

Romance Fantasy Inspirational

3  

Paula Bhowmik

Romance Fantasy Inspirational

টক আঙুর

টক আঙুর

1 min
696

যদিও আমি জানি এক্স একটি কাল্পনিক সত্বা,

এক্স বলে কিছুই হয়না, এর নেইকো কোনো পাত্তা।

তবু ধরে নিচ্ছি এক্স ইজ ইক্যুয়াল টু জিরো,

হয়তো তোমার মনে ইচ্ছে ছিলো হবার আমার হিরো।

তাহলে একটা কথা কান খুলে শুনে রাখো, 

আমার পছন্দ, ওয়ান, সেভেন, থ্রী,ফাইভ,আর নাইন।

যদি ওদের ডান পাশে বসতে পারো, ওকে, ফাইন !

মনে মনে আজ একটা সিংহাসন বানালাম,

এক্স প্রেমিক ভেবে তোমাকে সেখানে বসালাম।

বিশ্বাস করো একটুও মানাচ্ছে না তোমাকে এখানে,

তুমি যেন এক টক আঙুর ফলের লতা এই বাগানে। 

দ্রাক্ষা রস থেকে সুরা হয়, সকলেই জানে, 

কিন্তু যে জমিতে বিষটক আঙুর ফলে, 

কোন বোকা আঙুর গাছ লাগায় সেখানে? 

এলোমেলো চুলের মাথা আর সিগারেট তোমার মুখে,

কোনো ব্যাঘাত ঘটাতে পারবেনা আমার সুখে।

আসলে মিনমিনে মানুষের কোনো গুরুত্ব নেই,

সবল সৎ চরিত্রের মানুষকে ভালোবাসে সকলেই।

আর একবার কাউকে সত্যিই ভালোবাসলে,

এক্স হওয়া লেখা নেই তার কপালে।

ঝগড়া ঝাঁটি, ইগোর লড়াই, অশান্তি, বিচ্ছেদ হলেও,

মানুষের মনে তার ভালোবাসার মানুষের স্হান রয়।

বাইরের জগতে সম্পর্ক না থাকলেও,

যদি মনের ভেতরে হৃদয়ের মণিকোঠায়,

তার সিংহাসন অটুট রয, এক্স কি বলা যায় তাকেও!

একটা ভালো বুদ্ধি দিই, কথাটা শুনে নাও,

আমার এক্স প্রেমিক হবার স্বপ্ন টা তুমি ছেড়ে দাও।

এই পৃথিবীতে কেউ আমার শত্রু নয়,

তুমিও বরং আমার বন্ধু হয়ে যাও।

অবশ্য গল্প করার সময় একটুও দিতে পারবো না,

তবে কথা দিচ্ছি, কক্ষনো তোমার ক্ষতি চাইব না। 


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Romance