টাপুর টুপুর
টাপুর টুপুর
তোমায় নিয়ে কবিতা জুড়ে যখন নামে ভালোবাসার বৃষ্টি,
টাপুর টুপুরের অবিশ্রান্ত ধারায় ভিজতে থাকে পংক্তিরা
আমার সৃষ্টি।
টুপটাপ ভালোবাসার বৃষ্টির দানা গড়ায় না বলা শব্দের গা-বেয়ে।
কাগজের নৌকা হয়ে বৃষ্টিতে ভাসে মেদুর ছোটবেলা আর স্মৃতি যা গেছে ক্ষয়ে,
আমার কবিতা জুড়ে যখন বৃষ্টি নামে, তুমি দূর থেকে হাত বাড়াও ।
তখন আমার আঙ্গুল, হাতের পাতায় শব্দদের খেলা করাও ,
আমি ভিজতে থাকি, বৃষ্টি ভেজা ছন্দ আমায় কাছে ডাকে,
আমার ভালোবাসাও ভিজতে থাকে আর পুড়তে থাকে,
যখন তোমায় নিয়ে কবিতা জুড়ে ভালোবাসার বৃষ্টি নামে।

