টাকা
টাকা


এটাই এখন দখল করেছে আকাশ
চাঁদ সুর্য্য তারারও মুখ ঢাকা
এটাই এখন তোমার মুখের আয়না
সব কর্ম্ম উদ্দেশ্যতে মাখা ।
এটাই এখন গন্তব্যের নাম
ঘর শত্রু মহাশয় বিভীষণ
সব দূরত্ব নিকট করারও উপায়
একমাত্র নক্ষত্র ও গন ।
যাদের হাতের ময়লা তাদের কাছেও
দেবতার মত সতত পূজিত টাকা
এই পৃথিবীর বিস্তৃত ভূগোলে
কখন দেখিনি চাহিদার সীমারেখা।