STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Others

3  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Others

তরজা

তরজা

1 min
165

উত্তর আর প্রশ্ন মিলে

করলো শুরু ঝগড়া

চলো তবে শুনি আজকে

এই দুজনের তরজা ।

উত্তর বলে আমিই বড়

আমি সমাধান

প্রশ্ন বলে আমি ছাড়া

তোমার কোথাও নেই যে স্থান ।

উত্তর বলে তুইতো ক্ষুদ্র

ছোট্ট একটি কথা

আমি নিজে তৈরী করি

বৃহৎ বাক্য কথা ।

প্রশ্ন বলে শোনো ভাই

তুমি যতই হও না বৃহৎ

আমার পরেই তোমার স্থান

তাই আমি হলাম মহৎ ।

এবার

উত্তর বলে রেগে গিয়ে

ওরে পাজি প্রশ্ন

বৃহৎ হয়েও আমাকে তুই

বানিয়ে দিলি গৌন ।

প্রশ্ন বলে মুচকি হেসে

শোনো আমার ভাই

তুমি ছাড়া আমারও যে

অস্তিত্ব নাই ।

আমি তোমায় ভাই বলি

তুমি তবুও করো ঝগড়া

আমরা দুজন সমান তর

একটি সুতোয় বাঁধা ।

প্রশ্ন আছে বলে মানুষ

উত্তর খুঁজে পায়

উত্তর আছে বলে মানুষ

প্রশ্ন করে যায় ।

চলো তবে দুজন মিলে

থাকি একই সাথে

বন্ধ করে ঝগড়া ঝাটি

চলি একই পথে ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract