তোমার রঙে রঙিন হতে চাই
তোমার রঙে রঙিন হতে চাই


তোমার রঙে রঙিন হতে চাই,
তোমার প্রেমে প্রেমিক হতে চাই,
মনে নাই বা এল বসন্ত!
আমি কোকিল হতে চাই,
তোমার রঙে রঙিন হতে চাই।
তোমার থেকে দূরে গিয়ে
আমি পথিক হতে চাই,
আমার মনের রঙে তোমায়
রাঙিয়ে দিতে চাই,
প্রেম নাই বা জাগলো মনে!
তবুও আমি প্রেমিক হতে চাই,
তোমার রঙে রঙিন হতে চাই।
তোমার মন আয়নায় নিজেকে
দেখতে চাই,
মুক্ত হয়ে ঝিনুকের বুকে থাকতে চাই,
প্রেম সমুদ্রে নাই বা এল জোয়ার!
আমি ভাটার টানে গা ভাসাতে চাই,
তোমার রঙে রঙিন হতে চাই।
আমার মন মন্দিরে তোমাকে চাই,
প্রেম পূজারি হয় তোমাকে পূজতে চাই,
বসন্তে পলাশ নাইবা ফুটলো!
আমি তোমার মনের পলাশ হতে চাই,
তোমার রঙে রঙিন হতে চাই।