STORYMIRROR

Sucharita Das

Romance

3  

Sucharita Das

Romance

তোমার চোখে

তোমার চোখে

1 min
382


 আজও নিজেকে সাজিয়ে

তোমার চোখে অনন্য হয়েই থাকতে চাই।

অষ্টাদশী আমার লাজুক চোখের দৃষ্টি

 সেদিন তোমার হৃদয় সমুদ্রকে

 উত্তাল করেছিল-

 আর সেই সমুদ্রে আবেগে ভেসে গিয়ে,

আজ তুমি আমার হৃদয়ের অংশীদার,

 হয়তো বা মনের শেষ ঠিকানাও।

তারপর-----

 মাঝে কতগুলো বছর -----

সুখে দুঃখে, আনন্দে বিষাদে কেটে গেছে। 

আজ হয়তো সেভাবে আর 

বলো না সেই প্রথম দিনের মতো----

"তোমাকে খুব মিষ্টি লাগছে"।

কিন্তু মনের গহীনে আজও তোমার সেই

আবেগ মাখানো স্বরটা রয়ে গেছে।

না, সেভাবে কখনও বলোনি তুমি

আমাকে ভালোবাসো।

কিন্তু সবার চোখের অলক্ষ্যে 

আমার পছন্দের ফুল নিয়ে এসে, 

আমার মুগ্ধ চোখের দিকে তাকিয়ে দেখাটাকেও তো ভালোবাসাই বলে।&nb

sp;

আচ্ছা ভালোবাসলে বুঝি চিৎকার করে বলতে হয়, ভালোবাসি ভালোবাসি।

বোধহয় না---

জানো আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা একটু অদ্ভুত।

আমার কাছে ভালোবাসা হলো 

'ভালোবাসি' না বলেও ভালোবাসা।

পাশে থেকে ভরসা দিয়ে ভালোবাসা।

দূরে থেকে বিরহে কাতর হয়ে ভালোবাসা।

অভিমানে দূরে ঠেলে দিয়ে ভালোবাসা।

সব অভিমানের নিরসন ঘটিয়ে

চোখের জলের বৃষ্টি হয়ে 

ঝেঁপে নেমে আসা ভালোবাসা।

আর তোমার চোখে সেই 

প্রথম দিনের মুগ্ধতা 

দেখতে চাওয়া ভালোবাসা। 

আর সবশেষে ----

ভেঙে যাওয়া গালে, ন্যুব্জ শরীরে,

জীবনের শেষ প্রান্তে পৌঁছেও,

একে অপরের হাতে হাত রেখে 

ক্ষীণ দৃষ্টিতে একে অপরের দিকে

অপলক তাকিয়ে মনে মনে বলা 

ভালোবাসি ভালোবাসি।



Rate this content
Log in