STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

তোমার অপেক্ষায়

তোমার অপেক্ষায়

1 min
209


এক আকাশ ভালোবাসা তোমায়

দিয়ে ছিলাম সাজিয়ে উপহার,

অনাদরে সে হয়েছিল ভূলুণ্ঠিত বারবার।

প্রতিবাদ করনি!

চাইনি বিনিময়ে কিছুই,

ভালোবাসা একান্তই আমার 

মনের অনুভূতি, 

তাতে তোমার করার নেই যে কিছুই!

শূন‍্য হৃদয়ে ফিরেছি তোমার কাছ হতে,

তোমার মনের দক্ষিনা জানলা 

দাওনি তুমি খুলে,

আসতে দাওনি শীতল মুক্ত 

বাতাস মন বাগানে,

আবদ্ধ করনি নিজেকে 

ভালোবাসার শক্ত বন্ধনে।

ভেঙ্গে পড়িনি আমি সেদিন 

মন আবেগের কাছে,

কঠিন হয়ে সে আবেগ আজও 

আমার হৃদয়ে জমে আছে।

আমার মন আকাশে সেদিন 

উঠেছিল একফালি রূপোলি চাঁদ,

কিন্তু কাটেনি তবুও মনের কোনে 

জমা আঁধার।

আমার মনের দ্বার উমুক্ত

আজও তোমার তরে,

দক্ষিণা বাতাস হয়ে তুমি 

আছড়ে পর আমার অন্তরে।

শ্রাবনের প্রথম বারিধারা হয়ে ধূয়ে দাও 

জমে থাকা যত মান অভিমান,

নতুন করে জীবন গেয়ে উঠুক 

বসন্তের গান।

পূর্ণ হোক আমার এই শূন‍্য হৃদয়,

আমার অশ্রুসিক্ত দুটি নয়ন আজও

তোমার ফেরার অপেক্ষায়।

এক বার চেয়ে দেখো দুচোখ মেলে,

দেখো তোমার আসার জন‍্য পথে 

রেখেছি আলো জ্বেলে।

তুমি আসবে আমার কাছে ফিরে,

বেঁচে আছি এই বিশ্বাস টুকু আঁকড়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance