তিলোত্তমা কবে লন্ডন হবে
তিলোত্তমা কবে লন্ডন হবে


বলেছিলে এখানে বড্ড ভিড়
প্রেম নির্জন গোধূলি নেই
নেই কনে দেখা আলো
শোন না কোন নিষিদ্ধ ভ্রমর গুনগুন
আমাদের বয়েসের পোশাকে সন্ধ্যা
জাহাজঘাটে অপেক্ষার রুমাল পেতেছ,
তোমার ঈষৎ ঘামে ভেজা হাতে কবিতা
স্ফুরিত অধরে স্থায়ী গোলাপ রাখা হয়নি
তিলোত্তমা কবে লন্ডন হবে?