তাজমহল
তাজমহল
তাজমহল, তোমার কাছে যেতে পারিনি অনেকদিন,
আলোর কাছে খবর পেয়েছি-
তুমি গান গাইতে গাইতে স্নান করো সোনার আলোয়।
প্রজাপতির রঙে ভরেছে মন, সবুজে তোমার ক্লান্তি হারায়।
তোমায় দূর থেকেও দেখতে পাইনি,
বাতাসের কাছে খবর পেয়েছি-
তুমি বিকেলবেলা যমুনার সাথে অনেক গল্প করো,
বৃষ্টি ভেজা আকাশের রামধেনু তোমাদের মুগ্ধ করে।
পূর্ণিমা চাঁদের আলোয় তোমায় ভাবি,
সেই মায়াবী আলোয় অপরূপ তুমি;
একেলা স্মৃতির ঝাঁপি খুলে বসেছ-
সময়ের ইতিহাস তুমি সযত্নে রেখেছ।
বজ্রপাতে, প্রবল বৃষ্টিতে তোমায় মনে করি-
ভয় পেলে ডাকবে তুমি শাজাহান মমতাজকে।
দুজনে যখন কথা কইবে, প্রেমে ভাসবে ত্রিভুবন।
তাজমহল দেখব তোমায় কবে ব্যকুল এ নয়ন।