STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action

3  

Sipra Debnath

Tragedy Action

তাদের যেতে দাও

তাদের যেতে দাও

1 min
207


পুঁতে রাখা বীজটি চারা হয়ে ফুটে বেড়িয়ে এখন মহীরুহ,,,

কেউ ঘৃণা বপন করেছিল

কেউ ভালোবাসা শ্রদ্ধা মায়া মমতা,,,

যে যার করণীয় মতোই ফিরে পাওয়া আক্ষেপ রাখতে নেই।

কিছু সামান্য চাওয়াও অনেক সময় পাওয়া হয়ে ওঠে না,,,

আবার কখনোই যা আশা করা হয়নি

কর্মফল রূপে অথবা ভাগ্যক্রমে তাও পাওয়া হয়ে যায়।

তাতে কী আসে যায়!!!

দিন অতিবাহিত হয় সময়ের নিজ গতিতে,,,

কিছু সময় বুকের মধ্যে সেঁটে থাকে 

তীব্র যন্ত্রণা নিয়েও বেঁচে থাকতে হয়।

ভালোলাগার ভালোবাসার খেসারত হিসেবে ও যন্ত্রণার কাঁটাগুলো বুকের ভেতর চেপে ধরে রাখা।

কেউ রাখে না কেউ রাখেনি প্রদত্ত কথা,,,

যারা অবলীলাক্রমে অবহেলায় ফেলে রেখে চলে যায়

তাদের যেতে দাও।।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy