সুয়োরানি
সুয়োরানি


কতদিন পরে তোমার সাথে দেখা,
এখন কোথায় থাকো তুমি?
ও তুমি এখনও আছো?
তোমার মতই ছোট এক খড় ছাওয়া
কুড়ে ঘরে থাকি আমি।
যার পাশে এক ছোট দীঘি,
নানা রঙের ফুলে ভরা কুঁড়ের চারপাশ।
আমি তোমার মত হতে চাই,
কিন্তু পারি না|
তোমার মত দুঃখ কে বুকে চেপে
মুখে হাসি আনা যে কত কঠিন,
তা বুঝি এখন।
দুওরানি ছিলে তুমি,আর আমি সুওরানি,
সবকিছু পেয়েছিলাম না চেয়েই,
তাই তার মূল্য বুঝি নি।
তোমার সবকিছু আমি কেড়ে নিতে পারি,
কিন্তু হৃদয়, সে তো শুধু তোমারি।