সুন্দর
সুন্দর
সাজোনি গোজোনি কিচ্ছু করোনি ,
তবুও তুমি সুন্দর ;
দাওনি রুজ , দাওনি মাসকারা
তবুও তুমি গো সুন্দর ।
ঝোলা দুল দুটো আহামরি নয়
তবুও তুমি সুন্দর ,
দাওনি জব্বর রঙিন লিপস্টিক
তবুও তুমি সুন্দর ।
সহসা এসেছো , সহসাই যাবে ;
আজীবন কাল কে থেকেছে কবে ?
তবুও আমি মুগ্ধ থাকি ;
ক্ষণ মেপে তার হিসেব চেও না ,
অলীক দোলায় কতবারই তো
কেঁপেছে মনের অন্দর!
তুমি সত্যই খুব সুন্দর ।
বেহায়া মন নাটক শেখে ,
কত নাটকের যবনিকা দেখে !
তবুও আমি চেয়ে থাকি ;
অপরাধের তুমি হিসেব কোষো না ,
অচেনা বাঁশিতে কতবারই তো
সজাগ মনের বন্দর !
তুমি বড়ই সুন্দর ।
সাজোনি গোজোনি কিচ্ছু করোনি ,
তবুও তুমি সুন্দর ;
দাওনি রুজ , দাওনি মাসকারা
তবুও তুমি গো সুন্দর ।