সুকুমার শব্দ
সুকুমার শব্দ
শীত পড়েছে?
বলি কোত্থেকে পড়লো?
ফুল ফুটেছে?
কই শব্দ পাইনি তো!
কথা মনে পড়ে না?
কথা-রা কি পড়ে যায়?
কোত্থেকেই বা পড়ে?
সন্ধ্যের অবসরে শিশির পড়ে,
শব্দ পাইনা, পাইনা দেখতেও!
তুমি বলো, দিন কেটে যায়!
কি দিয়ে দিন কাটো?
তরবারি নাকি ছুরি-কাঁচি?
বলে, সময় চলে যায়;
কোথায় যায়, কে জানে!
কেউ জানে কি?
বলে, ঘুম ভেঙেছে!
ভেঙে কি টুকরো-টুকরো হয়েছে?
আর, কেনই বা ভেঙেছে?
তুমি প্রায় বলো দেখি,
সন্ধ্যে নামলে দেখা হবে!
কিন্তু, কোত্থেকে যে সন্ধ্যে নামে,
তা বলো না তো!
সিগারেট টানে,
এখানেও যে ভুল!
টেনে-টেনে ছিঁড়ে ফেলে নাকি? তাহলে!
আবার বলে, জল খায়!
আমি শুধাই, বলি চিবিয়ে নাকি গিলে?
