সুখ কোথায়?
সুখ কোথায়?


উচ্চাভিলাষী পৃথিবী, মুখোশের আড়ালে ক্লান্ত ছবি
প্রতিরাতে সিমেন্টের ছাদে নেশায় বুদ হয়ে -
অমাবস্যায় চাঁদ আর মরিচীকায় প্রাণ খুজে ফিরি।
আটলান্টিসে নাকি জিউসের দৃষ্টিনন্দন সভা বসে?
আইফেল টাওয়ারের নিচে নাকি সৃষ্টি হয় সফল প্রেমস্তুতি?
সিংহলের প্রাসাদে, প্যারিসের ক্যাফেতে কিংবা সাগরতটে-
সেলফি তুলতে ত্যাগ করলাম জীবনের সব-ই
তাও এই ক্লান্ত মন তুষ্টি পেলো না শত আপলোডের মাঝে।
কবি কহেন শান্তি লুকিয়ে আছে যত্রতত্র,
এ ধরার প্রতি পরতে পরতে, চক্ষুসীমার আনাচে-কানাচে
ভাপাপিঠার গন্ধে, টাংগাইলের চমচমে, কৃষকের হাসিতে,
ভোররাতে হোগলা পাতার আড়ালে লক্ষীপ্যাঁচার ডাকে,
শিশিরভেজা ঘাসে সোনালি রোদের ঝিলিমিলিতে
সন্ধায় বাঁশবাগানে চাঁদের সাথে আলোআধারির খেলাতে
দিনশেষে পরিবারের সাথে ধোয়া ওঠা মশলা চায়ের আসরে
তবে কি আমার পৃথিবীর গন্ডি শুধু এই আটপৌড়ে জীবনে ?
আমেরিকান ড্রিম, কাড়ি কাড়ি টাকা, নাম-যশ-খ্যাতি
সবই তুচ্ছ আমার সরল নিত্য নৈমিত্তিক গল্পের কাছে
দেশবিদেশ দৌড়ে দিনান্তে ক্লান্তি ঠিকই ঘুম হয়ে নেমে আসে
কিন্তু একসিন্ধু বিষাদের তোড় দমকা হাওয়ার দমকে-
সরষের ভুতের মত দিনের ফাঁকে জানায়, পুরোটাই ফিকে!
প্রিয়াংসুর সাথে দেখা নক্ষত্রখচিত রাত্রি, দেবদারুর মাথায় সূর্য
অথবা-- বিলুপ্ত হ্রদয়, ধুসর পান্ডুলিপি, শতাব্দীর নীল অন্ধকার।
ফাল্গুনের জোত্স্না ইশারায় শুধায়, কোথায় সুখ সত্যিকার?