অপারগতা
অপারগতা


রাজ্যের অরাজকতা, প্রকল্পের ধ্বস
দুর্নীতি দিনরাত সততাকে করায় উঠবস
দূর্বল নীতি নির্ধারক, টেন্ডারবাজি
প্রতিবাদে অনর্থক হবে জীবনবাজি।
টাকা গিলে চলছে বোকা সিন্দুক
স্বাধীনতা! আজ নিন্দুকের কপালে বন্দুক।
নিদারুণ সত্য কি ঢাকা যাবে অর্থের বদলে?
কিছুদিন জ্বালাময়ী লেখালেখি- কি হবে আদতে?
প্রতিমুহূর্তে মরমে মরি, কিছু না করতে পারি
নীরব থাকাই বাড়ায় পাপের আহামরি
আর্তের ঠা ঠা হাসি, নিষ্পাপের ক্রন্দন,
কান পাতলেই স্তব্ধ হয় বুকের স্পন্দন!
আজি এ বসন্তে, অন্তর চক্ষু বন্ধ করে
সেজেগুজে অন্ধজাতি হুল্লোড়ে মাতে
ন্যাস্টি কলোনিয়াল হ্যাংওভারে ঝুলন্ত লাশ
জম্বির মত চর্চা করি টকশো,সাহিত্য,ইতিহাস
সুপ্ত ঘুমন্ত মনুষ্যত্ব ভূলন্ঠিত হওয়ার আগে-
প্রানপনে হত্যা করো হে মনের পিশাচকে ।