কোয়ারেন্টাইনে উপলব্ধি
কোয়ারেন্টাইনে উপলব্ধি


বদ্ধ মস্তিস্ক, স্তব্ধ পৃথিবী
হাহাকার আর রোনাজারি।
যে শহর ছিল সদা ব্যস্ত কোলাহলে
সদা বিরাজমান যেথা সভ্যতার জয়গান,
আজ দিনগুনে চলেছে নীরবে গোকুলে।
হে প্রকৃতি, এ কোন মৃত্যুবান!
এই পার্থিব লৌহকপাট একদিন বিদায় নেবে,
রাজ্যের অসন্তোষ অবলীলায় থেমে যাবে,
কুঞ্জবন আবার লোকালয়ের গুঞ্জনে গুঞ্জরিত হবে,
হতাশার পাথার জয় করে সুখের ভেলা ভাসবে.
ধরিত্রী আবার মানব জঞ্জালে পরিপূর্ণ হবে।
কালের অমানিশা আবারও শিক্ষা দেয়ার প্রয়াস করবে।
অথবা আর শোধরানোর সময় মিলবেনা!
নিরপেক্ষ প্রকৃতি গ্রাস করে নেবে সবাইকে,
ভুপাতিত হবে সুযোগ সন্ধানি নিষিদ্ধ সভ্যতা.
অথবা--- আমরা শুধরে যাবো!
জেগে উঠবে দায়িত্বজ্ঞান, গাঢ় হয়ে উঠবে সবুজপ্রীতি
বিবেকের অবক্ষয়, দূষন, রাহাজানি হয়ে রবে শুধুই স্মৃতি।