আজকের পৃথিবী
আজকের পৃথিবী


শুন্য কবিতার খাতা
অদৃশ্য শত্রুর হানা
বদ্ধ মস্তিস্ক, স্তব্ধ পৃথিবী
হাহাকার আর রোনাজারি।
যে শহর ছিল সদা ব্যস্ত কোলাহলে
সদা বিরাজমান যেথা সভ্যতার জয়গান,
আজ দিনগুনে চলেছে নীরবে গোকুলে।
হে প্রকৃতি, এ কোন মৃত্যুবান!
কি রায় দেবে নিয়তি?
কি দাড়াবে অন্তিম পরিনতি?
যুদ্ধ নেই, নেই দাংগা
তবু এ কি বিষম মৃত্যুর খেলা!
চারিদিকে শুধু বিয়োগের হুশিয়ারি
বেড়ে চলেছে স্বজনের আহাজারি।
বিবেকের দংশনে মুহ্যমান দুনিয়া
প্রাণসংশয়ে মানবতা আজ মরিয়া,
সভ্যতার কংকাল সমাধান খুঁজে মরে
ঘুরেফিরে একই প্রশ্নই জাগে মনে-
ফিরে পাবো তো আর মুক্ত সমিরন?
কোথায় শেষ এই মৃত্যুর সমীকরন?