STORYMIRROR

Tamanna Islam

Abstract Others

3  

Tamanna Islam

Abstract Others

প্রিয় মা

প্রিয় মা

1 min
202

প্রিয় মা,


তোমার অস্তিত্বের মোহমায়া কাটিয়ে,

এক লহমায় নাছোরবান্দা সন্তানকে

সবকিছু মন উজার করে দিয়েছো, 

তার পক্ষ থেকে অল্প কিছু স্বীকারোক্তি-


চারিদিক যখন ঢাকা গারো কৃষ্ণ মেঘে

তখন উত্তরন খুঁজি ঐ ক্লান্ত চোখে;

জানান দেয় তার হাজার স্বপ্নের বলিদান;

তবুও আশ্বাস দিয়ে চলেছে প্রতি পদক্ষেপে

খুঁজতে রঙিন আলোতে নতুন আশায় প্রান।


চওরা সিঁথি, আলগোছে অবিন্যস্ত খোঁপা

ইংগিত দেয় কি ভীষন কর্তব্যবোধের।

শুঁলের মত বিঁধে তোমাকে বোঝার অপারগতা।

মনে পরে জীবন যুদ্ধের ঘুর্নিপাকের

খেঁই খুঁজে চলা জীর্ণ ক্লান্ত সৈনিকের কথা।


সামান্য ঝিমুনি, নিদ্রাবিহীন রাত্তিরে 

এক নিটোল হাতের স্পর্শে ঘোর কাটে,

অনিয়ম নিয়ে হাজারো অভিযোগ,

অসময়ে বায়না মেটাতে অসহ্য গোলযোগ,

আজ স্মৃতির স্রোতেরা করছে অনুযোগ।


বৃক্ষের মত স্বেচ্ছাত্যাগি হয়ে, 

শিখিয়েছো ত্যাগ করার হিম্মত

আর স্নেহবশে নুইয়ে যাওয়ার গৌরব।

কৃতজ্ঞতা-ভালোবাসার শুধু উপলব্ধি নয় 

আজ থেকে তা যেন প্রকাশের সময় সবার হয়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract