বেকার
বেকার


ভাংগা ছাদের কার্নিশ চুইয়ে ব্যর্থতা-
কাঁদায় নিঃশব্দে, অবিরাম, ক্লান্তিহীন।
সস্তা সিগারেটের ধোঁয়ায় স্বপ্ন উড়ে
মরীচিকার মত ছোঁয়ার সাধ জাগে ।
অসহায় এ চোখে আর তারা জ্বলে না
অপলক দৃষ্টি চেয়ে রয় সিলিং পানে।
ছেলেবেলার নিষ্পাপ স্বপ্ন হত্যা নয়,
বিবেকের দংশনে আন্দামান সদৃশ-
জগত সংসার বয়ে বেড়ানোর চেষ্টা
বাবা-মার শেষ ভরসা, বোনের বিয়ে,
ভাইয়ের পড়া, প্রেয়সীকে দেয়া কথা
সব বাষ্প হয়ে জমে চশমার কাঁচে।
প্রশ্নব্যাংকের সমাধান টিপ্পনি কাটে
গিটারের তার ছিড়ে গ্যাছে বহু আগে
ইন্টারভিউ- রিজেকশন- হা হুতাশ
ইন্টার
ভিউ- রিজেকশন- হা হুতাশ।।
শহর কোলাহলহীন, মুক্ত বাতাস,
তুমুল বৃষ্টি, উড়ছে বইয়ের পাতা
ক্রমশ তলিয়ে যাচ্ছি অতল গহ্বরে।
বুকের হাপরের স্পন্দন বন্ধ, স্থির
রাজ্যের সমস্ত অশান্তির অবসান!
কিন্তু এ কি? কপালের বিন্দুবিন্দু ঘাম,
তেষ্টায় স্থবির জিহবা, এ আমি কোথায়?
কর্কশ শব্দে সিলিংফ্যান জানান দেয়-
আমি আছি- দুঃস্বপ্ন আবার ঠকিয়েছে।
কারণ মধ্যবিত্ত পরিবারের আরো-
সহস্র লড়াইয়ের গল্প বলা বাকি।
শুনশান রাত্তিরে এই উপলব্ধির-
উদ্যমে আবারও জীবন, ভালোবাসা
আর স্মৃতির পাতাগুলো গোছানো বাকি।