সত্যি ও মিথ্যা
সত্যি ও মিথ্যা


মিথ্যা কথা বলতে কী দোষ , আগুন তো আর জ্বলে না,
সত্যি কথা হেসে বলে , সঠিক সময় আসলে পরে
আর তো কেউ বলে না,
মিথ্যা কথা মুখটা ব্যাকায় , দাঁত বের করে ভেংচি দেখায়,
সত্যি কথা মুচকি হাসে, আমার কথাই নিয়তি লেখায় !
মিথ্যা কথা রেগে আগুন, " মিথ্যা বলিস তুই "
জ্বলে যাবি রে মূর্খ একটু যদি ছুঁই,
সত্যি কথা , হাতটা তোলে , " আয় লাগাবি আয় "
তবে অস্তিত্ব যা ছিল , তারই রয়ে যায় ,
মিথ্যা কথা মাথা নামায়, " অন্যায় হবে তবে আমায় নিতে ? "
সত্যি কথা বলে , " ন্যায় মানব ধার্য করে লাগলে মোদের হিতে ! "