STORYMIRROR

Siddhartha Basu

Tragedy Others

3  

Siddhartha Basu

Tragedy Others

সঙ্কট চায়ের পেয়ালায়

সঙ্কট চায়ের পেয়ালায়

1 min
174


ঘোর বসন্তে দুটি পাতা একটি কুঁড়িতে

আতঙ্কের ছোপ, 

দেবপুরীতে অকারণে শ্রমিক দের দিন মজুরিতে কোপ,

অভুক্ত পেটে রঙিন হতে চাওয়াটা যে স্বপ্ন, 

স্যাঁতস্যাঁতে, বিছানা, মন শরীরে 

ধামসানো কালশিটে, 

জীবনবোধ,সংস্কৃতি চেতনা,উচ্চ শির শুধু নয় গল্প।


শিরদাঁড়ায় সংগ্রামের সাহজাত্য,

হাড়িয়া,যন্ত্রণা ভুলে থাকবার অস্ত্র |

কোদাল,ছুরি,পাতা তুলে ঝুড়ি ভরাই কাইক_শ্রম

অন্যায় অত্যাচার ভুলে থাকবার আনন্দ আশ্রম |

যে আকাশে আনন্দ; ভেসে বেড়ায়

মাদোলের তালে,

বিভাবরী সুখ যেন এ ধরেনি তলে।


সঞ্চয়িতা বললে সমাজ মনস্কতা,

যেখানে রবীন্দ্রনাথ, নজরুলকে বোঝেনা, 

শ্রম মুখরতাই জীবনের গতি , 

হাড়িয়া মাদোলেই খুঁজে পায়

আটপৌরে সত্যি |

এটা গল্প নয় শুধুই

আরও এক শ্রমজীবনেরই অভিব্যক্তি।

                   


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy