সন্ধানী
সন্ধানী
হয়ত আলো কম পড়েছে ভাগে ;
হয়ত ছায়ার ক্ষুব্ধ অভিমানে,
জলছবিটা জ্বলছে যেন রাগে,
সাদা কালোর রসিকতার জ্ঞানে ।
রং তুলিতে করছি জলকেলি ;
ক্যানভাসে তার ছিটকে পড়া ছটা,
শিব গড়তে বাঁদর গড়ে ফেলি ;
জোছনা ঢাকে মেঘের ঘনঘটা ।
আঁকতে গিয়ে নিজের খুশিমত ;
ইচ্ছেগুলো যাচ্ছে দখল হয়ে ,
পাপড়িরা সব দলের অনুগত ;
আঁকড়ে ধরে খসে পড়ার ভয়ে।
মেঘের পরে মেঘ জমেছে ওই ;
কান্নাকাটি করবে শুরু এবার,
মনের ভেতর এলোয় মারে দই ;
কেউ পাশে নেই সহানুভূতি দেবার।
দেবা রে দেবা ! কি আঁকলি মন ;
যেমন খুশি আঁকতে বলার সাজা,
এমনি করে কাটে কি জীবন !
কালির আঁচড় টেনে কে হয় রাজা।
সব রহস্য মায়াজালে মোড়া ;
কাব্য কবি সৃষ্টি সন্ধানী,
দাবার চালে আড়াই পায়ে ঘোড়া ;
তোমার মতই ছুটবে আবার জানি ।
গাছেরা সব স্থবির বধির মূক ;
অন্ধ হলেও তারো হৃদয় আছে,
তোমার মত সেও খুঁজে সুখ ;
দুঃখ কেবল লুকিয়ে রাখে গাছে ।
**********************
